Wellcome to National Portal
Finance Division, Ministry of Finance Government of the People's Republic of Bangladesh
Text size A A A
Color C C C C

Last updated: 24th August 2024

History & Activities

স্বাধীনতা উত্তর বাংলাদেশে অর্থনীতির বুনিয়াদ শক্তিশালী ও স্বাধীন দেশের উপযোগী হিসেব গড়ে তুলতে অর্থ মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তীকালে অর্থ মন্ত্রণালয়ের কাজের ব্যাপকতা বিবেচনা করে অর্থ বিভাগের পাশাপাশি ১৬ অক্টোবর ১৯৭৮ তারিখে বহিঃসম্পদ বিভাগ (বর্তমানে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ), ২১ এপ্রিল ১৯৭৯ তারিখে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং জানুয়ারি ২০১০- এ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (বর্তমানে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ) প্রতিষ্ঠা করা হয়।  দূরদর্শী ও টেকসই সরকারি অর্থ-ব্যবস্থাপনা নিশ্চিতকরণের লক্ষ্যে অর্থ বিভাগের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়। অর্থ বিভাগের পরিচালিত কার্যক্রমের মধ্যে অন্যতম হলো-রাজস্ব নীতি প্রণয়ন এবং কেন্দ্রীয় ব্যাংক প্রণীত মুদ্রা নীতির সাথে সমন্বয়ের মাধ্যমে দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা। এছাড়া সম্পদের সুষম ব্যবহার এবং অপচয় রোধে সম্পদের বন্টন ও ব্যবহারে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য নিরসনের লক্ষ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক সম্পদের সমন্বয়ে বাজেট প্রণয়ন এবং তা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগসমূহকে সহায়তা প্রদান ও বাজেট বাস্তবায়ন পরিবীক্ষণ এবং সার্বিকভাবে রাষ্ট্রের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অর্থ বিভাগের প্রধান দায়িত্ব।